দেবহাটায় ইউএনও ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ অভিমুখে মানবন্ধন কর্মসূচীটি পালিত হয়। মানববন্ধনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বিগত প্রায় ৪ মাস আগেই দেবহাটাতে যোগদান করেছেন। তিনি একজন সৎ, নির্ভীক, নিষ্ঠাবান ও কর্মপরায়ন মানুষ। যোগদানের পর থেকে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের আওতাধীন সরকারী সম্পত্তি অবৈধ দখলমুক্ত করে স্থানটির উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাছাড়া উপজেলা ও সাধারণ মানুষের উন্নয়নে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। কিন্তু সম্প্রতি প্রহসন মুলোকভাবে দেবহাটা থেকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের দিয়ে তার বদলির আদের দেয়া হয়েছে।
বক্তারা আরো বলেন, উপজেলাবাসী দেবহাটার উন্নয়ন এবং একজন সৎ, নির্ভীক ও কর্মপরায়ন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চায়। তাই মানববন্ধন কর্মসূচী থেকে অবিলম্বে ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োজিত রাখতে জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবী জানানো হয়।