আশাশুনিতে সহকারী শিক্ষা অফিসার ও ২৭ প্রাথঃ প্রধান শিক্ষকের কর্মসম্পাদন চুক্তি
আশাশুনি উপজেলার কাপসন্ডা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ জুলাই) আশাশুনি উপজেলা রিসোর্স সেন্টারে এ চুক্তি সম্পাদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাপসন্ডা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী এবং ঐ ক্লাস্টারের ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯-২০২০ বর্ষের জন্য কাজের জবাবদিহিতা ও স্বচ্ছতা জোরদার এবং নিশ্চিত করা ও কাজে গতিশীলতা আনার জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়। যাতে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন সংহত করণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০২১ এর যথাযথ
বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ের সকল শিশুর জন্য সমতা ভিত্তিক মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সম্ভব হয়। ফলে এইউইও এবং প্রধান শিক্ষকগণের মধ্যে এই চুক্তির মাধ্যমে কাপসন্ডা ক্লাস্টারে প্রাথমিক শিক্ষায় নিয়োজিত সকল শিক্ষক নিজ নিজ দায়িত্ব পালনে আরো তৎপর হবে। টার্গেট সম্পন্ন করার মানসিকতা নিয়ে বিদ্যালয় ভিত্তিক সকল কাজ সঠিকভাবে করা হবে বলে আশা করা হয়। প্রাথমিক শিক্ষায় এই চুক্তি এক মাইল ফলক হবে।