আম বাগানে ছাত্রের মাথা বিহীন লাশ
চুযাডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গায় থেকে আবির হোসাইন (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবির হোসাইন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের আলী হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির ছাত্র। এ সময় খবর পেয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ (সদর সার্কেল), আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি ঘটনাস্থলে ছুটে যান।
ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রাতে এশার নামাজের পর খাওয়ার সময় আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখুজির পর সকালে মাদ্রাসার পেছনে আনুমানিক ৩০০ গজ দূরে ইটভাটার পাশে আম বাগানের ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা মাদ্রসা কর্তৃপক্ষকে খবর দিলে তারা লাশটি সনাক্ত করে। নিহত আবির কয়রাডাঙ্গা মাদ্রাসায় এ বছরের জুনের ১৫ তারিখে ভর্তি হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।