শ্যামনগরে ঢেউটিন ও চেক বিতরণ
২০১৮-১৯ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শ্যামনগরে বিভিন্ন প্রতিষ্ঠান ও দুস্থদের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ করা হয়। রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ ছত্তরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে টিন ও চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় তিনি উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান। এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকির হোসেন, উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন প্রমুখ। প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায় ১৮১ বান ঢেউটিন ও ৫ লক্ষ ৪৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।