মাত্র ১৫ মিনিটেই তৈলাক্ত ত্বকের দুর্দান্ত সমাধান
অনেকেরই তৈলাক্ত ত্বক হয়। আর তৈলাক্ত ত্বকে নানা রকম সমস্যাও দেখা দেয়। তবে গরমকালে তৈলাক্ত ত্বকের সমস্যা আরো কয়েকগুণ বেশি বেড়ে যায়। আবার ধূলাবালি আটকে ব্রণের উপদ্রব ও ত্বকের কালচে ভাব দেখা দেয়। তবে ঘরোয়া পদ্ধতিতে মাত্র ১৫ মিনিটেই এই তৈলাক্ত ভাব দূর করা সম্ভব। তাও মাত্র একটি ফলেই। চলুন তবে জেনে নেয়া যাক তৈলাক্ত ত্বকের কালচে ভাব দূর করার উপায়টি-
প্রথমে ১ টি কলা খোসা ছাড়িয়ে ভাল করে চটকে নিন। এরপর এর সঙ্গে ১ চা চামচ মধু ও ২ চা চামচ লেবুর রস দিয়ে ভালোমতো মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। এবার এই পেস্টটি পুরো মুখে ও গলার ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ১৫ মিনিট এ ভাবেই রেখে দিন। এরপর মুখ ভাল করে ধুয়ে একটি তোয়ালে দিয়ে চেপে চেপে ত্বক শুকিয়ে নিন। সাবধান, তোয়ালে দিয়ে মুখ ঘষবেন না। শুধুমাত্র চেপে ধরে পানি শুকিয়ে নিন। সপ্তাহে অন্তত ২ বার এই প্যাক ব্যবহারেই খুব ভাল ফলাফল পাবেন।