কলারোয়ায় কৃষক পরিবারে ৪সদস্যকে পিটিয়ে জখম
সাতক্ষীরার কলারোয়ায় জমি জমা সংক্রান্তের জের ধরে এক কৃষক পরিবারে ৪সদস্যকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে-রোববার সকাল ৯টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ গ্রামে। জানা গেছে- উপজেলার শাকদহ গ্রামের নিরীহ কৃষক আ: সবুর খানের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতিপক্ষ জিন্নাত খানের সহিত বিরোধ চলে আসছে। এরই জের ধরে রোববার সকাল ৯টার দিকে জিন্নাত খান,
মহাসিন খান, ইমুন খান, পারুল খাতুনসহ ১০/১২ দলবেঁধে তাদের বাড়ীতে এসে গালি গালাজ শুরু করে। এতে প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে আ: সবুর খান (৫০), তহমেনা খাতুন (২৩), রাব্বি খান (২০) ও সাঈদ খান (২৫) কে ধরে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতরা কলারোয়া হাসপাতালে ভর্তি হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
Please follow and like us: