এবার রিফাত-মিন্নি-বন্ডকে নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘দোটানায়’
চাঞ্চল্যকর রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা নিয়ে পরিচালক আকাশ নিবির নির্মান করতে যাচ্ছেন নাটক ‘দোটানায়’। মাহতাব হোসেনের গল্প ও শামীমুল ইসলাম শামীমের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করবেন তিনি।
নাটকটি প্রযোজনা করছে চৌধুরী এন্টারটেইনমেন্ট। আগামী কোরবানি ঈদে ‘দোটানায়’ নাটকটি প্রচারিত হবে একটি বেসরকারি টিভিতে।
পরিচালক আকাশ নিবির জানান, বরগুনার ঘটনার আদলে নাটকটি নির্মাণ করা হবে। ঘটনার পেছনের কিছু সত্য তুলে আনার চেষ্টা থাকবে। সবমিলিয়ে একটু ভিন্নভাবে গল্পটি সাজানো হয়েছে। আগামী ২৭ তারিখ ঢাকায় নাটকটির শুটিং শুরু হবে।
নাটকে রিফাত শরীফের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সজল, স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির ভূমিকায় দেখা যাবে মডেল-অভিনেত্রী আনিকা কবির শখকে। আর নয়ন বন্ড হবেন কলকাতার সংগীতশিল্পী রাকিব চৌধুরী।
প্রসঙ্গত, বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম। তিনি বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলামকে মিন্নির পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত করেন।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। আমার মেয়েকে আইনি সহায়তা দেওয়ার জন্য অ্যাডভোকেট আসলামকে নিয়োগ করেছি। আল্লাহ সহায় থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।
অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, আমি মিন্নির পক্ষে আইনি লড়াই লড়বো। প্রতিটি মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।