ইতিহাসের পাতায় আজ
আজ যা ঘটছে, কাল তা ইতিহাস। আর এই ইতিহাসের প্রতিটা পাতায় লুকিয়ে আছে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয়াবলী। এছাড়া বিভিন্ন ঐতিহাসিক বিষয়ে নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকে। পাঠক চাহিদার কথা বিবেচনা করে আমাদের এই নিয়মিত আয়োজন- ইতিহাসের পাতায় আজ।
আজ ২২ জুলাই ২০১৯ , সোমবার । গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৩ তম (অধিবর্ষে ২০৪ তম) দিন।
ঘটনাবলি
১৪৫৬ সালের এই দিনে অটোমান তুর্কিরা বেলগ্রেড অধিকার করে।
১৯০৫ সালের এই দিনে জাপানের সাথে শান্তি বৈঠকে রাশিয়া সম্মত হয়।
১৯১২ সালের এই দিনে ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক রবীন্দ্রনাথের সংবর্ধনা।
১৯১২ সালের এই দিনে চীনের কার্যকরী শাসক হন ভাইসরয় ইউয়ান শি-কাই।
১৯৪৪ সালের এই দিনে পোল্যান্ডে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়।
১৯৪৬ সালের এই দিনে ব্রিটেনে পাওরুটির রেশন চালু হয়।
১৯৪৭ সালের এই দিনে ভারতের গণ পরিষদে রাষ্ট্রীয় প্রতীক অনুমোদিত হয়।
১৯৮৩ সালের এই দিনে পোল্যান্ডে সামরিক আইন প্রত্যাহৃত হয়।
জন্ম
১৭৮৪ সালের এই দিনে জার্মান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ ফ্রিডরিশ ভিলহেল্ম বেসেল এর জন্ম।
১৮১৪ সালের এই দিনে সমাজ সংস্কারক ও গদ্য লেখক প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)-এর জন্ম।
১৮৪৭ সালের এই দিনে সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম।
১৮৮৭ সালের এই দিনে নোবেলজয়ী জার্মান পদার্থবিদ গুস্তাফ হার্টসের জন্ম।
১৮৮৮ সালের এই দিনে নোবেলজয়ী অণুজীববিজ্ঞানী সেলমান ওয়াসম্যানের জন্ম।
মৃত্যু
১৯৭০ সালের এই দিনে ‘মাসিক বসুমতী’ পত্রিকার অন্যতম সম্পাদক প্রাণতোষ ঘটকের মৃত্যু।
১৯৭৬ সালের এই দিনে শিল্পকলাবিদ, প্রত্নতত্ত্ববিদ ও অধ্যাপক রবার্ট এরিক হুইলারের মৃত্যু।