হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করলে কাউকে ছাড় দেওয়া হবেনা-এমপি জগলুল
শ্যামনগর উপজেলার উপকূলীয় পদ্মপুকুর ইউনিয়নে বহিরাগতরা এসে আওয়ামীলীগের নেতাকর্মী সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ঝাঁপা গ্রামের সাইক্লোন সেন্টার সংলগ্ন মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জুলাই বিকাল ৫ টায় পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ এস এম আতাউর রহমান এর সভাপতিত্বে
উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি পদ্মপুকুর ইউনিয়নে বহিরাগতরা এসে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের
উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি উচ্চারন করে বলেন আমার নির্বাচনী এলাকার কোন হিন্দু সম্প্রদায় ও আওয়ামিলীগ এর নেতাকর্মীদের উপর কেউ হামলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এসময় তিনি আরো বলেন হিন্দু সম্প্রদায়ের সকল মানুষ ও তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে আমার আত্মার সম্পর্ক, আপনাদের পাশে আমি সবসময় আছি থাকবো। এসময় জগলুল হায়দার উপস্থিত
সকলের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সকলের জন্য দোয়া চান। প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোলিনী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু
ভবোতোষ কুমার মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অসীম কুমার মৃধা, যুবলীগ নেতা জাকির হোসেন, সাংবাদিক মোহাম্মদ আলী চৌধুরী, সাজিদ বিল্লাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ
সম্পাদক ইউসুফ আলী, নকিপুর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক বাবু বিশ্বনাথ নন্দী, আটুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি অহিদুল ইসলাম সহ পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।