জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মাদ এরশাদের আত্মার মাগফিতার কামনায় শ্যামনগরে দোয়া অনুষ্ঠিত
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদ গত ১৪ জুলাই সকাল সাড়ে ৭ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আত্মার মাগফিতার কামনায় শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। আজ ১৭ জুলাই বিকাল ৫ টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা সভাপতি এ্যাড. আঃ রশিদের সভাপতিত্বে আলোচনা সভায়
বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আজিবর রহমান, এ্যাড. মনসুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, শ্রমিক পার্টির সভাপতি রবিউল ইসলাম, যুব সংহতির সাবেক সভাপতি জিল্লুর রহমান, সদর ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন সভাপতি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর লাকি, পদ্মপুকুর ইউনিয়নের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, গাবুরার সভাপতি
সাইফুল ইসলাম, যুব সংহতির সভাপতি জিএম আব্দুল কাদের, সাধারন সম্পাদক গাজী আল ইমরান, ছাত্র সমাজের সভাপতি আব্দুল আলিম সহ ১২ টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য পর্বের পর দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুল খালেক।