কেশবপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকালে স্থানীয় পাবলিক ময়দানে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বরণডালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ৬-০ গোলে কায়েমখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে পরাজিত করে
চ্যাম্পিয়ান হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খোপদহি ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ৩-১ গোলে গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা
প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু, সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, আনিসুর রহমান, প্রবীর মিত্র, সাঈদুল ইসলাম, প্রভাত কুমার রায়, হারুনার রশীদ প্রমুখ। টুর্নামেন্টে নিধি
স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহার সৌজন্যে ম্যান অব দ্যা সিরিজ, ম্যান অব দ্যা ম্যাচ, সেরা গোলদাতার পুরস্কার প্রদান করা হয়। খেলায় ধারা বর্ননায় ছিলেন মহির উদ্দীন মাহি।