সাতক্ষীরায় জজ আদালতের পেশকার মামলার নথি আদালতে পেশ না করার অভিযোগে সংবাদ সম্মেলন
সাতক্ষীরার কালীগঞ্জ সহকারী জজ আদালতের পেশকার শফিক কর্তৃক বিবাদী পক্ষের কাছ থেকে অর্থের বিনিময়ে নথি আদালতে উপস্থাপন না করে বার বার দিন পাল্টে বাদীপক্ষকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক ঘের মালিক। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেন সাতক্ষীরার কালিগঞ্জের নাটোয়ারবেড় গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে আব্দুল মুজিদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন আমার পৈত্রিক সূত্রে এবং ক্রয়কৃত নাটোয়ার বেড় মৌজায় ৯ একর সম্পত্তি বিগত ২০০৭ সালে শ্যামনগর উপজেলার রামজীবনপুর এলাকার মৃত. হারান চন্দ্রের ছেলে গোপীনাথ ঘোষ ভূয়া এস এ রেকর্ড দেখিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় দখল করে নেয়। সে সময় তাদের অস্ত্রের মুখে জীবনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং থানাপুলিশের মাধ্যমে প্রতিকার পেতে ব্যর্থ হয়ে গত ২০১৬ সালের দিকে ওই ভূয়া এস এ রেকর্ডের বিরুদ্ধে কালীগঞ্জ থানা সহকারী জজ আদালতে মামলা দায়ের করি। যার নং ৪৪/১৬। মামলাটি দিনের পর দিন পড়ে কিন্তু আদালতে আমার নথি উপস্থাপন হয় না। এভাবে প্রায় ২বছর হয়রানি হচ্ছি। কিন্তু আজ পর্যন্ত আদালতে আমার নথি উপস্থাপন হয়নি। আমার ধারনা পেশকার শফিক আমার বিবাদীপক্ষ গোপীনাথ ঘোষের কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে আমার মামলার নথি আদালতে উপস্থাপন করেন না। এবিষয়ে পেশকারের কাছে আদালতে নথি উপস্থাপন না হওয়ার কারণ জানতে চাইলে সে বলে, সব দিন আদালতে নথি ওঠে না। তাহলে কেন দিন ফেলানো হয় এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি পেশকার শফিক। আমি আমার সম্পত্তি হারিয়ে পথে পথে ঘুরছি। আর পেশকার মোটা অংকের টাকা নিয়ে আমার নথি আদালতে উপস্থাপন করছেন না।
এ ব্যাপারে তিনি দুর্নীতিবাজ পেশকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলার নথি আদালতে উপস্থাপন পূর্বক ন্যয় বিচার প্রতিষ্ঠা করতে সাতক্ষীরা জেলা ও দায়রা জজসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।