অবসর ঘোষণার পরই মুখ্যমন্ত্রী হচ্ছেন ধোনি
বিশ্বকাপের পর ভারতীয় তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে চলছে জল্পনা। গুঞ্জন চলছে অবসরের পর নাকি মুখ্যমন্ত্রী হতে চলেছেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
আগামী কয়েক দিনের মধ্যেই অবসর ঘোষণা করতে পারেন ধোনি। আগামী ১৭–১৮ জুলাই নির্বাচক কমিটির প্রধান এম এস কে প্রসাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার। সেখানেই ধোনিকে প্রধান নির্বাচক জানিয়ে দেবেন, তার খেলোয়াড়ি জীবনের শেষ পরিণতি।
ক্রিকেটকে বিদায় জানানোর পর ধোনি বিজেপিতে নাম লেখাতে পারেন, তা নিয়েও চলছে গুঞ্জন। তবে এবার এই গুঞ্জন নতুন মোড় নিয়েছে। শুধু বিজেপিতেই যোগ দেবেন না, ঝাড়খণ্ডের নির্বাচনে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীও হচ্ছেন ধোনি। যা নিয়ে এখন রীতিমতো শোরগোল পড়ে গেছে ক্রিড়াঙ্গণে।
ঝাড়খণ্ডের বিজেপি নেতা সঞ্জয় পাসোয়ান দাবি করে বলেন, ধোনির সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে, তবে ধোনি বিজেপিতে যোগ দেবেন একমাত্র অবসরের পরেই।
জানাগেছে, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে এবার বিজেপি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অভিনব পরিকল্পনা করেছে। ধোনিকে সরাসরি মুখ্য়মন্ত্রীর চেয়ারেই বসাতে চাইছে বিজেপি। এমনই ইঙ্গিত দিয়েছেন ঝাড়খণ্ডের ওই বিজেপি নেতা।
সব মিলিয়ে ধোনির অবসরের জল্পনার সঙ্গেই এবার যুক্ত হলো নয়া গুঞ্জন।