নলতায় ফিউচার কোচিং সেন্টার উদ্বোধন করলেন ক্রিকেটর মোস্তাফিজ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় সোমবার (১৫ জুলাই) সকাল ১০ টায় “ফিউচার কোচিং সেন্টার” উদ্বোধন করেন জাতীয় দলের বাঁহাতি পেচার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
ফিউচার কোচিং সেন্টারের চেয়ারম্যান ও কাটার মাস্টার মোস্তাফিজু রহমানের ঘনিষ্ঠ বন্ধু শামিম হোসেনের সভাপতিত্বে এবং পরিচালক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নলতা আহ্ছানিয়া রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ,শিক্ষক ফারুক হোসেন, আহ্ছানিয়া কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোমিনুল ইসলাম, আইএইচটি প্রশিক্ষক শামিম রায়হান, সাইফুদ্দিন সিদ্দীকসহ শিক্ষক-শিক্ষার্থী, ও সুধিবৃন্দ।
এ সময় কোচিং সেন্টারের পক্ষ থেকে অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন।
Please follow and like us: