কবিতা-ল্যাম্পপোস্ট
কবিতা
ল্যাম্পপোস্ট
নির্বিক এক ল্যাম্পপোস্ট!
রাত্রি-নিশিতে সন্ধ্যা তারার সাথে সন্ধি।
জ্যোৎন্সার সাথে আড়ি তার
অমাবস্যার সাথে প্রেম।
সোডিয়াম বাতিতে জ্বলতে থাকে,
পথিকের চোখে রাস্তা আঁকে।
সাঁঝের কোলাহল পেরিয়ে
নিস্তব্ধ রাতের স্বাক্ষী এই ল্যাম্পপোস্ট।
লড়–ক জীবনের এক বাস্তব পৃষ্ঠা
এই নিত্য দিনের ল্যাম্পপোস্ট।
যে স্বপ্নের ঘরে নাই বিদ্যুতের বাতি,
এই ল্যাম্পপোস্ট তারই সাথি।
স্বপ্ন দেখাই, বাঁচতে শেখায়;
চেতনায় আলো ছড়ায় এই ল্যাম্পপোস্ট।
ঘরহীন মানুষ ফুটপথ যার রাজপ্রাসাদ,
ঝাড়বাতি তার এই ল্যাম্পপোস্ট।
রাতের প্রয়োজনে যারে রাখি মনে,
ভুলি তারে আলোকিত দিনে।
তবুও নির্বিক দাঁড়িয়ে থাকে
এই ল্যাম্পপোষ্ট!
Please follow and like us: