আশাশুনি সরকারি হাই স্কুলে বিতর্ক প্রতিযোগিতায় দশম শ্রেণি চ্যাম্পিয়িন
“সকল কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হোক বিজ্ঞান” শ্লোগানকে সামনে রেখে, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) স্কুল হল রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মৌমাছি
বিজ্ঞান ক্লাবের বাস্তবায়নে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জনসাধারণের মধ্যে বিজ্ঞান সাক্ষরতা ও বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক আশরাফুল নাহার নার্গিস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আরিফ রেজা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, একাডেমীক সুপার ভাইজর হাসানুজ্জামান, সাংবাদকি জি এম আল ফারুক। দশম শ্রেণী চ্যাম্পিয়িন হওয়ার গৌরব অর্জন করেছে। “জঙ্গিবাদের বিকাশ রুখতে বিজ্ঞান শিক্ষাই শ্রেষ্ঠ উপায়” বিষয়ের পক্ষে নবম শ্রেণীর আবীর ইমন
জামান,আহসানুল্লাহ, দলনেতা গালিব ইকবাল এবং বিপক্ষে দশম শ্রেণির আব্দুল্লাহ আল -মামুন, নাঈম বিশ্বাস, দলনেত্রী আনিকা তাবাচ্ছুম তোয়া। প্রতিযোগিতায় ১ম শ্রেণি চ্যাম্পিয়ন হওয়ার গৌবে অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আনিকা তাবাচ্ছুম তোয়া। এসময় সহকারী শিক্ষক আসিব ইকবাল,
মাজহারুল ইসলাম, মৌমাছি বিজ্ঞান ক্লাবের সভাপতি মানিক চন্দ্র বাছাড়, মুকুল ইসলাম, সুভাঙ্কর বাছাড় প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন মৌমাছি বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সুশান্ত মল্লিক।