আগরদাড়ীতে মক্তবের আত্মসাতের টাকা শালিসে ফেরত দেওয়ার কথা স্বীকার করলেন জামাত নেতা
আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসা মসজিদের মক্তবের ৫০ হাজার টাকা আত্মসাতকারী একাধিক নাশকতা মামলার আসামী জামাত নেতা আকরামুজ্জামান শিক্ষককে নিয়ে শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার হল রুমে ওই শিক্ষকে নিয়ে শালিস হয়। বৈঠকে তিনি ৫০ হাজার টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেন। উক্ত ৫০ হাজার টাকা থেকে প্রতি
মাসে ৫ হাজার টাকা করে মক্তব কমিটির কাছে ফেরত দেবেন বলে শালিসে স্বীকার করেন। তিনি আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক ও আগরদাড়ি মাঝের পাড়া মৃত বাছের এর ছেলে জামাত নেতা ক্বারী আকরামুজ্জামান। শালিসে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম
মোরশেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদ্রাসার সদস্য ও মসজিদ কমিটির সহ-সভাপতি আকতার ফারুক, মক্তব কমিটির সদস্য, শিক্ষক ও এলাকার মুসল্লিবৃন্দ। জানা গেছে, শিক্ষক আকরামুজ্জামান
মক্তবের শিক্ষকের দায়িত্বে ছিলেন। সে সময় তার কাছে মসজিদের মক্তবের দানের ৫০ হাজার ছিলো। বর্তমানে তিনি শিক্ষকের দায়িত্বে নেই। কিন্তু তার কাছে বার বার ওই ৫০ হাজার চাওয়া হলে তিনি না
দিয়ে তালবাহানা শুরু করে। গত ১৯ এপ্রিল ২০১৯ তারিখে আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসা মসজিদের সভাপতি বরাবর লিখিত আকারে জানান, তার কাছে রক্ষিত টাকা তিনি খরচ করে ফেলেছেন। এক্ষুনে তার পক্ষে একসাথে ওই টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তিনি প্রতিমাসে ৫ হাজার টাকা হারে
পরিশোধ করবেন। কিন্তু তিনি সে অনুযায়ী টাকা পরিশোধ না করায় মসজিদের সহ সভাপতি আক্তার ফারুক তার কাছে মোবাইল ফোনে টাকা চাইলে তিনি বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেন। এছাড়া তার
পর থেকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে মসজিদের সহ-সভাপতি আক্তার ফারুককে খুন জখমের হুমকি প্রদর্শন করা হয়। এঘটনায় নিরাপত্তা চেয়ে ১০ জুলাই ২০১৯ সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।