হানা দেবে না বৃষ্টি বিশ্বকাপ ফাইনালের আবহাওয়া
লর্ডসের মাঠে শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। দুই দলের জন্যই এবারের বিশ্বকাপ সমান গুরুত্বপূর্ণ।
শিরোপা জয়ের এই ম্যাচে নিজেদের সর্বোচ্চটা উজার করে দিতে মরিয়া দুই দলই। তবে চলতি বিশ্বকাপে প্রকৃতি বারবার সমস্যায় ফেলেছে মাঠের লড়াইকে। টুর্নামেন্টজুড়েই দলগুলোকে প্রতিপক্ষের থেকে কম ভাবায়নি ইংল্যান্ডের আবহাওয়া। কারা জিতবে শিরোপা, এই প্রশ্নের সঙ্গে লর্ডসে আবহাওয়া কেমন থাকবে এ নিয়েও কৌতূহল সবার মনে।
তবে লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস বলছে শিরোপার মঞ্চে হানা দেবে না বৃষ্টি, একদিনেই পুরো ম্যাচ শেষ করা সম্ভব। অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের যা সময়সীমা তার মধ্যে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
লন্ডনের স্থানীয় আবহাওয়া দফতরের পূর্ভাবাস অনুযায়ী রোববার বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাপমাত্রা থাকবে ২১ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অবশ্য সেমিফাইনালের মতো ফাইনালের জন্যও আছে রিজার্ভ ডে। আজ শেষ করা না গেলে ম্যাচ গড়াবে সোমবার।