হরিণ মারার ১৪ টি ফাঁদ সহ তিনটি নৌকা ও দুইজন আটক
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ কদমতলা স্টেশন নুরুল আলম ও স্মার্ট পেট্রোল লিং টিমের কামরুল হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে শনিবার সন্ধ্যা ৬ টায় চালতেবুনিয়া খালে এলাকা থেকে ১৪ টি হরিণ মারার ফাঁদ সহ তিনটি নৌকা ও দুইজনকে আটক করে বন বিভাগ।
আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ হরিনগর সিংড়তালি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুর রহিম(৪০), একই গ্রামের রফিকুল গাজীর ছেলে সুজন গাজী (২০) আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
Please follow and like us: