সাতক্ষীরায় ৩০ হাজার আমেরিকান ডলারসহ এক বাংলাদেশী নারী আটক
সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩০ হাজার আমেরিকান ডলারসহ এক বাংলাদেশী নারীকে আটক করেছে। যার বাংলাদেশী মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। রবিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক বাংলাদেশী নারীর নাম কামরুন্নাহার ঝর্ণা (৪৮)। তিনি লক্ষিদাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ আমেরিকান ডলার আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক সাইফুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা লক্ষিদাড়ি সীমান্তের বেঁড়িবাধ এলাকায় অভিযান চালিয়ে উক্ত আমেরিকান ডলারসহ কামরুন্নাহার ঝর্ণা নামের ওই বাংলাদেশী নারীকে হাতে নাতে আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত বাংলাদেশী ওই নারীকে আমেরিকান ডলারসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, তার কাছ থেকে উদ্ধারকৃত ওই আমেরিকান ডলারের বাংলাদেশী মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা।