শ্যামনগরে সম্মানিত হজ্জ যাত্রীদের সম্মানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
২০১৯ সালে উপজেলার সম্মানিত হজ্জ যাত্রীদের সম্মানে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ১৪ জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, একাধিক বার পবিত্র হজ্জ পালনকারী প্রখ্যাত আলেম হযরত মাওঃ আব্দুল হামিদ, উপজেলা কোর্ট মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক ও সরকারি এইচ,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ গ্রহণ করেন। শতাধিক হজ্জ যাত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকেন। প্রধান অতিথি উপস্থিত সকল হজ্জ যাত্রীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ ও বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য দোয়া করার আহ্বান জানান। আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হযরত মাওঃ আব্দুল হামিদ।