বড়দল বাজারে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ
আশাশুনি উপজেলার বড়দল বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ও মেয়াদ উত্তীর্ণ মালামাল জব্দ করা হয়েছে। রোববার (১৪ জুলাই) স্যানিটারি ইন্সপেক্টরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জি এম
গোলাম মোস্তফার নেতৃত্বে বড়দল বাজারে রণজিৎ ব্যানার্জীর রতন স্টোর, সুভাষ চন্দ্র ঢালীর বীণাপানি স্টোর, সুশান্ত পালের ভাগ্যলক্ষ্মী ভান্ডার, নারান চন্দ্র মন্ডলের কৃষ্ণ স্টোর ও পঞ্চানন রায়ের পঞ্চানন স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এসময়
এসব দোকান থেকে মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রাধুনির ধনিয়া ও জিরার গুড়া, মোস্কান লবণ, মেয়াদ উত্তীর্ণ গুড়া মরিচ, হলুদ, অলিভওয়েল, নারিকেল তেল, টেস্টি স্যালাইন, চানাচুর, এইচ ভাজাসহ বিভিন্ন মালামাল জব্দ করেন। এছাড়া কিছু পণ্য স্ব-স্ব কোম্পানীর নিকট প্রত্যাহারের জন্য জব্দ করে দোকানীর হেফাজতে
রেখে দেওয়া হয়। পঞ্চানন স্টোরের মালিক পঞ্চানন রায় তার দোকানে জব্দকৃত মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং সরকারি কর্মকর্তাদের সাথ অসৌজন্য মূলক আচরণ করেন। পরে তার পুত্র ঘটনাস্থানে পৌছে ক্ষমা প্রার্থনা করে
মালামাল হস্তান্তর করলে পরিস্থিতি শান্ত হয়। জব্দকৃত মালামাল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রকাশ্যে বিনষ্ট করা হবে বলে জব্দকারী কর্মকর্তা জানান। এসময় স্যানেটারী ইন্সপেক্টরের সহকারী মোক্তারুজ্জামান স্বপন তার সাথে ছিলেন।