বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সম্মেলন
বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় সাতক্ষীরা স্টেডিয়াম ব্রীজ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, মাস্টার বি,এম শামছুল হক। প্রধান অতিথি
ছিলেন, সংগঠনের জেলা সভাপতি এড. ওসমান গণি। উদ্বোধক ছিলেন, সংগঠনের জেলা সহ-সভাপতি মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের জেলা সহ-সভাপতি এড. ফজলুল হক, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন,
সাংগঠনিক সম্পাদক এস এম নজমুচ্ছায়াদাত (পলাশ), দপ্তর সম্পাদক হাসান ঐ রঙ্গিন ময়না, সদস্য ওহিদুজ্জামান বকুল। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে মাস্টার বি,এম শামছুল হক কে সভাপতি, এম. ঈদুজ্জামান ইদ্রিসকে সাধারণ সম্পাদক ও মনোরঞ্জন
মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।