পল্লীবন্ধু এরশাদের মৃত্যুতে বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির শোক
’’তুমি মহাবীর,তুমি উন্নয়ন,তুমি গণতন্ত্রের উদাহরণ,তুমি চির অমর,হে মহান পল্লীবন্ধু’’ সাবেক রাষ্ট্রপতি বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ ১৪ই জুলাই রবিবার সকাল ৭টায় পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা সি,এম,এইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বদরুজ্জামান খোকা,সহ-সভাপতি ইসরাইল হোসেন,হবিবার রহমান,সোহারাফ হোসেন,ফররুখ আহম্মদ বকুল, আজিজুল হক। শোক জানিয়েছেন ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিনুর রহমান,সুরোত আলী,ইবাদাত হোসেন,মারুফ হোসেন,গোলাম মোস্তফা,সাজু,আব্দুল মজিদ,ওমর আলী,শহিদুল ইসলাম,বরিউল ইসলাম,ডাঃ বেলাল উদ্দীন, কুতুব উদ্দীন,সিরাজুল ইসলাম,আলতাফ হোসেন,হাসান আলী,রউফ হোসেন,মহাসিন মাস্টার,আসাদুজ্জামান,আব্দুল গফুর (ফটিক) ছবকতোগীর,ইসমাইল হোসেন প্রমুখ।