সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির জরুরী সভা
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির এক জরুরী সভা টাউন বাজারস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় জেলা জাপার সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা জাপার সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমামুল মোসলেমিন দাদু, মোশারফ হোসেন মোকছেদ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান বিপুল, ক্রীড়া সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম রাজিবুল্লাহ রাজু, জেলা যুবসংহতির আহবায়ক আশিকুর রহমান বাপ্পি, সদস্য সচিব কাজী আবু তাহের, সদর উপজেলার সভাপতি বদরুজ্জামান বদু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর সভাপতি নাহিদ সুলতান শাহীন, সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন বনি, জেলা ছাত্রসমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সহ-সভাপতি নাহিদুর রহমান রিমন, ইকবাল হোসেন রনি, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলম আল রাজী রাজ, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, সদরের সভাপতি আশরাফুজ্জামান রকি, সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, পৌর আহবায়ক মাসুদ পারভেজ মনা, সদস্য সচিব মনোয়ার হোসেন রুমি।
সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান, নয় বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। রোববার সকাল ৭.৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক সফল এ রাষ্ট্রপতি ও বর্তমান ১১তম সংসদের বিরোধী দলীয় নেতা।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জাপা চেয়ারম্যানের মৃত্যুর পর গৃহীত কর্মসূচী জেলা জাতীয় পার্টি পালন করবে। একই সাথে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের জানিয়ে দেওয়া হবে। জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ সকল মানুষদের কাছে জাপা চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।