খাজরায় আর্সেনিক সেফ ইউনিয়ন প্রকল্পের পরিচিত সভা অনুষ্ঠিত
রবিবার (১৪ই জুলাই) সকাল দশটার সময় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের হলরুমে ইপিআরসি ও ডিপিএইচইর আর্সেনিক সেফ ইউনিয়ন প্রকল্পের প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিত সভায় উপস্থিত ছিলেন ইপিআরসির ইউনিয়ন সুপারভাইজার খন্দকার রায়হান,ডব্লিউএম এক,দুই ও তিন নং ওয়ার্ডের দায়িত্ব ¡ প্রাপ্ত মাসুদুর রহমান। আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মোছাঃ তহমিনা বেগম,ইউপি সদস্য জালাল উদ্দীন মোড়ল,ওয়ার্ডসন কমিটির সদস্য আনারুল ইসলাম,ঈমাম মাওঃ শহিদুল ইসলাম,রবীন সরকার,ধাত্রী খোদেজা খাতুন,আবু মুছা,সুপ্রিয়া রানীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ। ইপিআরসির ইউনিয়ন সুপার ভাইজার খন্দকার রায়হান বলেন,আর্সেনিক থেকে রক্ষা পাওয়ার জন্য ইপিআরসি সাধারন জনগনের মাঝে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরছে। আর্সেনিক যুক্ত পানি পান করলে কি কি রোগ হতে পারে তার বর্ণনা দেন। ডব্লিউএম মাসুদুর রহমান বলেন আমরা খাজরা ইউনিয়নের যে সমস্ত টিউবওয়েলে আর্সেনিক পাওয়া গেছে সেগুলো লাল চিহ্নিত রং করে ব্যবহার না করার পরামর্শ দিয়েছি।