কুল্যা উপ-নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকালে গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদরাসা চত্বরে এ পথ সভার
আয়োজন করা হয়। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মাঝি আব্দুল বাছেত চৌধুরী ওরফে হারুন চৌধুরীর পক্ষে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের বারবার
নির্বাচিত চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। শহিদুল্লাহ সরদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগ সহ-
সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, যুবলীগ নেতা সাংবাদিক এম এম সাহেব আলি, মাহফুজুর রহমান এবং চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাছেত (হারুন চৌধুরী)। বক্তাগণ বলেন, আওয়ামীলীগ মনোনীত
নৌকা প্রতীকের প্রার্থী মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী। নৌকা প্রতীকের বিজয় মানে শেখ হাসিনার বিজয়। এলাকার উন্নয়নে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। আগামী ২৫ জুলাই আওয়ামীলীগ ও
অঙ্গসহযোগি সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের সম্মিলিতভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বক্তাগণ সকল ভেদাভেদ ও দলাদলি ভুলে এলাকার সকল গ্রামে ভোটারদের কাছে গিয়ে নৌকার পক্ষে ভোট দিতে সকলকে উদ্বুদ্ধ করতে আহবান জানান।