এরশাদের প্রথম জানাজা বাদ জোহর সেনা কেন্দ্রীয় মসজিদে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম জানাজা বাদ জোহর ক্যান্টনমেন্টে সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
দলের প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘মোট চারটি স্থানে তার (এরশাদ) জানাজার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
জানাগেছে প্রথম, বাদ জোহর ক্যান্টনমেন্টে সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে, এরপর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, তারপর রংপুর নেয়া হবে। রংপুরের জানাজার পরদিন জাতীয় মসজিদ বায়তুল মোকারমে জানাজা শেষে বনানীর সামরিক করবস্থানে দাফন করা হবে।
রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে আটটায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রমুখ।
Please follow and like us: