মাটিয়াডাঙ্গায় জয়েন্ট ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে বন্ধু মহল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
‘খেলা-ধূলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মার্সেল ফুটবল টূর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকালে সদরের ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা ফুটবল মাঠে মাটিয়াডাঙ্গা রুপালী সংঘের আয়োজনে ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা রোখসানা পারভীন, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন, মাটিয়াডাঙ্গা রুপালী সংঘের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন বিপুল ও আমজাদ হোসেন লাভলু প্রমুখ। মার্সেল ফুটবল টূর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলায় অংশ নেয় বন্ধু মহল ফুটবল একাদশ বনাম জয়েন্ট ফুটবল একাদশ। খেলায় বন্ধু মহল ফুটবল একাদশ ২-০ গোলে জয়েন্ট ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার রেফারীর দায়িত্ব পালন করেন আবু অহেদ বাবলু এবং সহকারি রেফারী ছিলেন নাসির উদ্দিন। খেলায় অসংখ্য ফুটবল প্রেমি দর্শক খেলাটি উপভোগ করেন।