ডা: রুহুল হক এমপির সাতক্ষীরায় আগমণে বর্ণাঢ্য শোভাযাত্রা
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা: আ.ফ.ম রুহুল হক এমপি’র সাতক্ষীরায় আগমন উপলক্ষ্যে যুবলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর বিমান বন্দরে পৌছানো মাত্রই এ নেতাকে শুভেচ্ছা জানান কালিগঞ্জ উপজেলা যুবলীগের নব নির্বাচিত কমিটির সভাপতি শেখ নাজমুল আহছান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম ও কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ারসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকাল ১০টায় তিনি নির্বাচনী এলাকা দেবহাটায় পৌছানো মাত্র যুবলীগে নেতৃবৃন্দ এই মহান নেতাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এরপর কয়েকশত মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী এলাকা প্রদক্ষিণ শেষে কৃতি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের বিবাহ পরবর্তী অনুষ্ঠানে যোগ দেন সাতক্ষীরার গণমানুষের নেতা ডা: আ.ফ.ম রুহুল হক এমপি।