১৩ বছরের কিশোর লিখেছেন ১৩৫ বই!
এই কিশোরের বয়স ১৩। আর এ বয়সেই লিখে ফেলেছেন শতাধিক বই। শুনে মনে প্রশ্ন জাগতেই পারে। ঘটনা কি সত্যি? হ্যাঁ, ভারতের উত্তর প্রদেশের এক কিশোর ধর্ম আর আত্মজীবনীসহ ১৩৫টি বই লিখে ফেলেছেন অনায়াসে!
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কিশোর ওই লেখকের নাম মৃগেন্দ্র রাজ। ছয় বছর বয়স থেকেই তার লেখার শুরু। বর্তমানে ১৩ বছর বয়সে লিখেছেন ১৩৫টি বই। এর মাধ্যমে এই কিশোর বিশ্বরেকর্ডও গড়েছেন।
বড় বড় লেখকদের মতো এই কিশোর লেখকেরও একটি ছদ্মনাম রয়েছে। অভিমন্যু ছদ্মনামে লিখেছেন অসংখ্য বই। সে জানায়, রামায়ণের ৫১টি চরিত্র বিশ্লেষণ করে আমি বই লিখেছি। প্রতিটি বইয়ে ২৫ থেকে ১০০টি করে পাতা রয়েছে। আমি এরই মধ্যে লন্ডনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ রেকর্ডস থেকে ডক্টরেট করার অফারও পেয়েছি।
এই কিশোর লেখকের মা জানান, ছোটবেলা থেকেই মৃগেন্দ্র রাজের লেখার প্রতি প্রবল আসক্তি। মা হিসেবে তিনি ছেলের সেই আসক্তিকে আরো উৎসাহিত করেছেন। ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে বই লিখে একজন বড় লেখক হিসেবেই প্রতিষ্ঠা পেতে চায় অভিমন্যু।