সাতক্ষীরায় স্বাস্থ্যখাতে ১৬ কোটি ৬১লক্ষ টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে মামলা হওয়ায় আনন্দ মিছিল
সাতক্ষীরায় স্বাস্থ্যখাতে ১৬ কোটি ৬১লক্ষ টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে মামলা হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার আয়োজনে বুধবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা রেডক্রিসেন্টের সামনে আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদশিক্ষন করে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ। সেখানে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, সুধাংশু শেখর সরকার, স্বপন কুমার শীল, নিত্যানন্দ সরকার, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশি, আইন সম্পাদক এড. সালাউদ্দিন ইকবাল লোদী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন তৌহিদুর রহমান, স্টোর কিপার ফজলু ও হিসাব রক্ষক আনোয়ার ৯ জন দুর্নীতিবাজদের বিরুদ্ধে দীর্ঘ তদন্ত শেষে মামলা দায়ের করেছে দুদক। ওই দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রথম আন্দোলন করেছিল নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা। দুদক এ আন্দোলনকে স্বাগত জানিয়ে তদন্ত শুরু করেন। একপর্যায়ে তাদের দুর্নীতি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদোক। বক্তারা ওই দুর্নীতিবাজদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।