নিজের অপকর্ম ঢাকতে মরিয়া দেবহাটা কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ আনিসুজ্জামান!
কলেজ তহবিলের ১৮ লক্ষ টাকা আত্মসাৎ করেও বহাল তবিয়তে থাকা দেবহাটা কলেজের বিতর্কিত অধ্যক্ষ একেএম আনিসুজ্জামান সীমাহীন অপকর্ম ঢাকতে আবারো মরিয়া হয়ে উঠেছেন। তার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ায় কলেজ সভাপতি আলী মোর্তজা মো. আনোয়ারুল হককে হত্যার হুমকি সহ তাকে সভাপতি পদ থেকে সরানোর অপচেষ্টায় লিপ্ত হয়ে বর্তমানে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন দুর্নীতিবাজ অধ্যক্ষ একেএম আনিসুজ্জামান। সীমাহীন দুর্নীতি, অনিয়ম, কলেজ তহবিলের ১৮ লক্ষ টাকা আত্মসাৎ, রেজুলেশন জালিয়াতি, অবৈধ নিয়োগদান, ঘুষ বানিজ্য সহ বহু অপকর্মের হোতা অধ্যক্ষ একেএম আনিসুজ্জামান ইতোপুর্বে কলেজের সভাপতি আলী মোর্তজা মো. আনোয়ারুল হকের তৎপরতা ও কঠোর অবস্থানের কারণে একবার সাময়িক বরখাস্তও হয়েছিলো। এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে বেশ কিছুদিন আগে কলেজ সভাপতি আনোয়ারুল হককে হত্যার হুমকি দিলে তিনি এসকল অপকর্মের তথ্য তুলে ধরে দেবহাটা থানায় অধ্যক্ষ একেএম আনিসুজ্জামানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের পরবর্তী প্রশাসন সহ উদ্ধর্ত্তন কর্তৃপক্ষের টনক নড়লে সকল অপকর্ম ধামা চাপা দিতে মরিয়া হয়ে ওঠে বিতর্কিত অধ্যক্ষ আনিসুজ্জামান। এমনকি ষড়যন্ত্রের অংশ হিসেবে বুধবার হাতে গোনা বহিরাগত কিছু ছেলেদের কলেজ ছাত্র সাজিয়ে মানববন্ধনের নামে হাতে ব্যানার নিয়ে তড়িঘড়ি করে ১ মিনিটের ফটোসেশন করায় অধ্যক্ষ আনিসুজ্জামান। হাতে ব্যানার নিয়ে ছবি তোলার পরপরই এসব বহিরাগত ছেলেদের আর দেখা যায়নি কলেজ সম্মুখে। বর্তমানে বিতর্কিত ও দুর্নীতিবাজ কলেজ অধ্যক্ষ একেএম আনিসুজ্জামানের নির্দেশনায় তারই অপকর্মের অপর সহযোগী কলেজ প্রভাষক মীর্জা মহাসিন বিভিন্ন ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছে। ইতোপূর্বে ২০১৩ সালে ওই অধ্যক্ষ আনিসুজ্জামানের ইন্ধনে কলেজ সভাপতি আনোয়ারুল হকের ওপর হামলা চালায় বিএনপি-জামায়ত শিবিরের ক্যাডাররা। মুলত কলেজের ১৮ লক্ষ টাকা আত্মসাৎ, রেজুলেশন জালিয়াতি, অবৈধ নিয়োগদান, হিসাব কমিটিকে অমান্য, রেজুলেশনের কপি না দিয়ে তালবাহানা, সুবর্নাবাদের রবীন্দ্রনাথের থেকে মোটা টাকা ঘুষ নিয়ে নিয়োগপত্র দেয়া সহ অধ্যক্ষ একেএম আনিসুজ্জামানের সীমাহীন দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কারনেই তাকে আবারো হত্যার হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ সভাপতি আনোয়ারুল হকের।
এ ব্যাপারে অধ্যক্ষ আনিসুজ্জামান বলেন,আমার উপরে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য না।