বিশ্বকাপকে বিদায় জানালেন খাজা!
অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খাজাকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন খাজা। পরে ব্যাট হাতে ফিরলেও তার চোখে-মুখে ছিল ব্যথার ছাপ।
ম্যাচ শেষ হওয়ার পর অধিনায়ক অ্যারন ফিঞ্চ শংকা প্রকাশ করেছিলেন যে ছিটকে যেতে পারেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত তাই সত্যি হলো।
এদিকে আগামী বৃহস্পতিবার বার্মিংহ্যামের এজবাস্টনে দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে অজিরা। রোববার অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান, খাজার জায়গায় আসতে পারেন ম্যাথিউ ওয়েড।
কোচ বলেন, তার জন্য আমার খারাপ লাগছে কারণ সে বিশ্বকাপের বাকি ম্যাচ খেলতে পারবে না। খাজার জন্য এটা খুব দুঃখজনক। আমরা যেভাবে খেলছিলাম তাতে তাকে দলে দরকার ছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ধীরস্থির ও সংযমী এই ব্যাটসম্যান রাউন্ড রবিন পর্বের ৯ ম্যাচে দুই অর্ধশতকসহ ৩৫.১১ গড়ে ৩১৬ রান করেছেন।