আশাশুনির খালিয়া টু ঘাসটিয়া সংযোগ রাস্তাটির বেহাল দশা
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া মসজিদ বাড়ি হইতে ঘাসটিয়া যাওয়ার একমাত্র রাস্তাটি এখন সরু আইলে পরিণত হয়েছে।
আশুলিয়া ইউনিয়নের ঘাসটিয়া গ্রামের সাথে খালিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতি কল্পে বিশ বছর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বিশ ফুট তলা আর বার ফুট উপরে প্রায় দুই কিলোমিটার রাস্তাটি নির্মাণ করা হয়। যার ফলে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের দুয়ার
খুলে যায়।দুই বছর পরে রাস্তার দুই পাশের বিলে লোনা পানির মৎস্য চাষ শুরু হয়। মৎস্য চাষিদের যত্রতত্র কলগহি খননের ফলে কিছু দিনের মধ্যে রাস্তাটি নষ্ট হতে শুরু করে। কেটে গেল বিশটি বছর। মৎস্য চাষিদের গাপিলতির কারনে রাস্তাটি এখন নেই বললেই চলে। দুই গ্রামের যোগাযোগ ব্যবস্থার একমাত্র রাস্তাটি এখন ব্যবহার অনুপযোগী। স্থানীয় বাসিন্দাদের দাবি আবারও রাস্তাটির সঠিক সীমানা নির্ধারণ করে পুনর্নির্মাণ করা হোক। বন্ধ করা হোক মৎস্য চাষিদের যত্রতত্র পানির ব্যবহার।