এসএমএস চার্জ ২৫ পয়সা করা হচ্ছে
মোবাইল ফোন থেকে পাঠানো সব ধরনের এসএমএসের ব্যয় কমিয়ে ২৫ পয়সায় নামিয়ে আনার পর এবার ইংরেজির ক্ষেত্রেও একই মূল্য নির্ধারণের পরিকল্পনা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
গত ২০ জুন থেকে মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে বাংলায় লেখা এসএমএসের চার্জ সর্বোচ্চ ২৫ পয়সা নির্ধারণ করে বিটিআরসি।
এ বিষয়ে প্রথম এক সপ্তাহের একটি প্রতিবেদনও কমিশন অপারেটরগুলোর কাছে চেয়েছে। সেটি অবশ্য এখনও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, তারা ভালো করেই জানেন, একেকটি এসএমএসের জন্য সামান্য কয়েক পয়সা খরচ হয় অপারেটরগুলোর।
খরচের ওপরে লাভ রেখেও মূল্য ধরলে ২৫ পয়সা অনেক বেশি। সেক্ষেত্রে বাংলায় লেখা এসএমএস ২৫ পয়সায় চালানোর পরীক্ষা সফল হলে তারা সব এসএমএসের চার্জ কমানোর বিষয়ে পদক্ষেপ নেবেন।
২০ জুন থেকে কার্যকর হওয়ার আগে স্থানীয় পর্যায়ে সাধারণ এসএমএসে ক্ষেত্রে সর্বোচ্চ চার্জ রয়েছে ৫০ পয়সা।
বেশ কয়েক বছর আগে এসএমএসের এই সর্বোচ্চ চার্জ নির্ধারণ করা হয়। যদিও অপারেটরগুলো নানা ক্ষেত্রে আরও অনেক কম চার্জ করে।