শ্যামনগরে জৈব কৃষির প্রসারে কৃষি বিষয়ক কর্মশালা
জৈব কৃষির প্রসারে আজ বুধবার সকালে শ্যামনগর উপজেলায় ঈশ্বরীপুর বাজার চত্তরে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের আয়োজনে স্থানীয় কৃষকদের অংশ গ্রহণে জীব বৈচিত্র্য নির্ভর কৃষি বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড.জি এম শোকর আলী। অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য জেকের আলী মাঝি, ইউপি সদস্য হালিমা কামরুল, কৃষক অল্পনা রানী, দিলীপ কুমার, শিক্ষক হাসিনা বেগম প্রমুখ।
কর্মশালায় জৈব কৃষির সুফল,জীব বৈচিত্র্য কৃষি, জীব অণুজীব, জৈব সার,জৈব বালাই নাশক তৈরি ব্যবহার, জৈব কৃষি প্রসারে কৃষকদের করণীয়, কোম্পানি নির্ভরতা কমানো, পরিবারের বাজার নির্ভরতা কমানো সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। রিইবের গবেষণা সহকারী চৈতন্য কুমার দাশের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষকগণ গবেষক আব্দুর রাজ্জাক, ফনিন্দ্র মুন্ডা, খোকন মন্ডল, স্বপন মন্ডল প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন শিক্ষক রনজিৎ বর্মন।