বাংলাদেশ বন্ধু হলেও তিস্তার পানি দেয়া সম্ভব নয়: মমতা
বাংলাদেশকে তিস্তার পানি না দেয়ার ব্যাপারে এখনও অনড় রয়েছেন মমতা। মঙ্গলবার বিধানসভায় সে কথা ফের স্পষ্ট করলেন তিনি। একইসঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন পর্যাপ্ত ইলিশ দেয়ার।
মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বাঙালি মাছে ভাতে থাকতে ভালবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার পানি দিতে পারি নি। তাই ওরা আমাদের ইলিশ মাছ দেয়া বন্ধ করে দিয়েছে। ওরা আমাদের বন্ধু দেশ। কিন্তু পানি নেই তো কোথা থেকে দেব?
মুখ্যমন্ত্রী বলেন, আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে রিসার্চ শেষ হলে গোটা দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আনতে হবে না মাছ।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ২০২১-এ বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গের কৃষকদের কোনো ভাবেই ক্ষুন্ন করতে চান না মমতা। দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ির কৃষকরা তিস্তা নদীর পানির ওপর অনেকটাই ভরসা করে বেঁচে থাকেন। তাই তিস্তা চুক্তিতে মুখ্যমন্ত্রীর অমত।