চাকায় লুকিয়ে থাকা উড়ন্ত বিমান থেকে ছিটকে পড়ল যুবক
কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে লন্ডনগামী বিমানের ল্যান্ডিং গিয়ারের কাছে লুকিয়ে ছিলেন এক ব্যক্তি। লন্ডনে যাওয়ার স্বপ্ন পূরণ হলেও শেষ রক্ষা হয়নি।
হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের আগ মুহূর্তে সেখান থেকে ছিটকে পড়ে গিয়ে মারা যান ওই ব্যক্তি। নিহত কেনিয়ার নাগরিক অবৈধ উপায়ে ব্রিটেনে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে মনে করছে পুলিশ।
হিথ্রো বিমানবন্দরের পাশের একটি বাগানে পড়ে যাওয়ার পর সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্রিটেনের স্থানীয় সময় রোববার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ক্ল্যাফামের কাছের একটি বাগানে তার মরদেহ পাওয়া যায়।
এক প্রতিবেশী জানিয়েছেন, সকালে ধুপ করে কিছু পড়ার শব্দ পেয়ে দোতলায় উঠে জানালা খুলে দেখি, পাশের বাড়ির বাগানে এক অপরিচিত যুবক ঘুমোচ্ছে। প্রথমে ভেবেছিলাম, কোনো ভবঘুরে বাড়ির বাগানে ঢুকে পড়েছে। তার শরীরে কোনো ক্ষত ছিল না, পোশাকও ঠিকঠাক ছিল।
পরে তিনি বাগানের প্রাচীরে রক্ত এবং মাটিতে ওই ব্যক্তির মরদেহ দেখতে পান। প্লেন ট্র্যাকিং অ্যাপসের মাধ্যমে তিনি ওই সময় ক্ল্যাফাম কমনের আকাশ দিয়ে বিমান উড়ে যাওয়ার অবস্থান শনাক্ত করেন। এতে বিমান থেকে ওই ব্যক্তিকে পড়ে যেতে দেখা যায়।
আকাশ থেকে যে বাড়ির বাগানে খসে পড়ে মরদেহটি, সেখানে তখন গোসল করছিলেন বাড়ির মালিক। তার থেকে মাত্র কয়েক ফিট দূরেই এসে পড়ে মরদেহটি। আতঙ্কিত বাড়ির মালিক প্রথমে প্রতিবেশী এবং পরে পুলিশকে বিষয়টি জানান।
এ ঘটনায় কেনিয়া এয়ারওয়েজ কর্তৃপক্ষ ও হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ নিবিড়ভাবে তদন্ত শুরু করেছে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ লন্ডনের একটি হাসপাতালে রাখা হয়েছে।