কেশবপুরে “শ্রেষ্ঠ সন্তান” সুপ্রভাত কুমার বসুকে সংবর্ধনা প্রদান
যশোরের কেশবপুরে আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু সম্প্রতি “শ্রেষ্ঠ সন্তান” সম্মাননা পাওয়ায় তাকে গতকাল বিকালে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বাগডাঙ্গা গ্রাম প্রবীণ কমিটির উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউশেন পিকেএসএফ এর সহযোগিতায় ও সমাধান সংস্থার ব্যবস্থাপনায় পাঁজিয়া ইউনিয়নে পরিচালিত “প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি” এর আওতায় বাগডাঙ্গায় উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।বাগডাঙ্গা গ্রাম প্রবীণ কমিটির সভাপতি প্রভাত রঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অলোক দে ও ইউপি সদস্য বৈদ্যনাথ সরকার।
এছাড়া আরও বক্তব্য রাখেন ওয়ার্ড প্রবীণ কমিটির সভাপতি কমল কান্তি রায়, ওয়ার্ড প্রবীণ কমিটির সহসভাপতি নিরোদ সরকার, সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সুপারভাইজার সিদ্দিকুর রহমান, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক “শ্রেষ্ঠ সন্তান” সম্মানপ্রাপ্ত সুপ্রভাত কুমার বসু, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল কবীর বুলু, শহিদুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার জনপ্রিয় কথা শিল্পী ও ছড়াকার মুনছুর আলী।