সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক
সাতক্ষীরায় বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও ভারতীয় পণ্য আটক করেছে। আজ ও গতকাল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সকল মাদক ও পণ্য উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, চা পাতা, পাতার বিড়ি ও বিভিন্ন প্রকার কসমেটিক আটক করা হয়।
এসব মাদক ও পণ্যের মধ্যে আজ মঙ্গলবার হিজলদী বিওপি’র একটি টহল দল সুলতানপুর এলাকা থেকে ৩৯ বোতল ভারতীয় মদ আটক করে। কুশখালী একটি টহল দল বাঘমারা মাঠ এলাকা থেকে ০২ কেজি ভারতীয় গাঁজা আটক করে।
গতকাল সোমবার কাকডাংগা টহল দল বালিয়াডাংগা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৯ কেজি ভারতীয় চা পাতা আটক করে।
বাকাল চেকপোস্টে একটি লেগুনা তল্লাশী করে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী আটক করে। অপরদিকে ওই দিনই রইসপুর এলাকায় একটি লেগুনা তল্লাশী করে ভারতীয় মদ-০১ বোতল, ফেন্সিডিল-০২ বোতল, গাজা ২০ গ্রাম, পাতার বিড়ি ২৭ প্যাকেট ও বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী আটক করে। সব মিলিয়ে দুই দিনে ১,৩১,৩২৯ টাকা মূল্যের বিভিন্ন মাদক ও ভারতীয় মালামাল আটক করতে সক্ষম হয় বিজিবি।
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার ভারতীয় মাদক ও মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।