শ্যামনগরের যতিন্দ্রনগরে সজারু উদ্ধার
বিলুপ্ত প্রাণি সজারুর দেখা মিললো শ্যামনগরের যতিন্দ্রনগর গ্রামে। মুন্সীগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগরের আব্দুল আলীম রাত্র অনুমান ২ টায় উঠানে সজারু দেখে চিৎকার করতে থাকে।
সজারুটি পালানোর সময় পাশে মৎসঘেরের লোকজন ছুটে আসে এবং সজারুকে আঘাত করলে সজারুটি আহত হয়। সংবাদ পেয়ে স্থানীয় সুন্দরবনের বন্যপ্রাণি সংরক্ষণকারী সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা সংগঠনের সিএমসির কার্যনির্বাহী কমিটির সদস্য ও (এনজিও) অলটিমের লোক এসে সজারুটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় চিকিৎসার জন্য সজারুটি শ্যামনগর পশু হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, প্রাণিটি এখন একটু সুস্থ আছে। তবে প্রাণিটির শররীরে কয়েকটি সেলাই দিতে হয়েছে। সজারুটি টেংরাখালী টহলফাঁড়ীর দায়িত্বে রাখা হয়েছে।
বাংলাদেশে বিলুপ্ত প্রায় প্রাণির মধ্যে সজারু ও একটি প্রাণী। তীক্ষ্ন দন্তবিশিষ্ট ইঁদুর হিসাবে গণ্য করা হয় এই প্রাণীটিকে। সজারু মূলত ৬ থেকে ১০ কেজি ওজন হয়ে থাকে। দেখতে কিছুটা খরগোশের মত হলেও গায়ে ধারালো পশম থাকে।