ক্যারিবীয় ঝড় সামলে এগিয়ে যাচ্ছে লংকানরা
বিশ্বকাপের দ্বাদশ আসরে এখন চলছে সেমিতে ওঠার লড়াই। যদিও ভারতের হারে শ্রীলংকার সেমিতে যাওয়ার সম্ভাবনা উবে গেছে। তাই আজকের ম্যাচটা এক কথায় নিয়ম রক্ষার ডেড রাবার ম্যাচ।
বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি মাঠের লড়াইয়ে নামে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া দুই দল উইন্ডিজ ও শ্রীলংকা। এরই মধ্যে ব্যাট হাতে ভালো সূচনা করেছে লংকানরা। উদ্বোধনী জুটিতে আসে ৯০ রান। বর্তমানে তারা এগিয়ে যাচ্ছে দলীয় ত্রিশতকের দিকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৪ রান।
এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ কাপ্তান জেসন হোল্ডার। লংকানদের দ্রুত গুটিয়ে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করলেও তাকে ভুল প্রমাণ করতেই যেনো মাঠে নেমেছেন দুই লংকান ওপেনার।
করুনারত্নে ও কুশল পেরেরার উদ্বোধনী জুটি ৫০ পেরোয় ১১ ওভারে। দারুন শুরুর পর আউট হন করুনারত্নে। হোল্ডারের বলে ৩২ রান করে ফিরেন এই ওপেনিং ব্যাটসম্যান। কুশল পেরেরা তুলে নেন বিশ্বকাপে নিজের আরেকটি অর্ধশতক।
কটরেলের দারুণ থ্রো থেকে ৬৪ রানে রান আউট হয়ে যান কুশল পেরেরা। বড় ইনিংসের সম্ভাবনা জাগলেও বড় করতে পারেননি মেন্ডিস। এলেনের বলে তার হাতেই ক্যাচ তুলে দেওয়ার আগে করেন ৩৯ রান। ম্যাথিউস ২০ বলে ২৬ রান করে হোল্ডারের বলে সরাসরি বোল্ড আউট হয়ে যান।
আভিস্কা ফার্নান্দো ও থিরিমান্নে মিলে এখন দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।