কলারোয়া পৌরসভায় উত্তরণের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
নেদারল্যান্ড সরকারের অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা সিমাভী’র নেতৃত্বে বাংলাদেশে ওয়াশ এ্যালায়েন্স এর মাধ্যমে সহযোগী এনজিও উত্তরণ পানি, স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় কলারোয়া পৌরসভার হলরুমে শনিবার (২৯জুন) লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করে-কলোরায়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল।
এসময় উক্ত কর্মশলায় সংরক্ষিত কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মণ, লুৎফুন্নেছা লুতু, কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলু, শেখ জামিল হোসেন, এসএম মফিজুল হক, রফিকুল ইসলাম, আকিমুদ্দিন আকি, আলফাজ উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, মেজবাহ উদ্দীন লিলু, ইমাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার ওয়াজিহুর রহমান, পৌর বিদ্যুৎ প্রকৌশলী সরওয়ার্দ্দি, পৌর প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, পৌর সচিব তুষার কান্তি দাস, পৌরসভার হিসাব রক্ষক ইমরুল ইসলাম, ওয়ার্ক এ্যাসিসটেন কার্য সহকারী ইমরান হোসেন,করনির্ধারক নাজমুল ইসলাসহ সকল ওয়ার্ড কমিটির লিডারগণ অংশগ্রহণ করেন। ট্রেনিং পরিচালনা করেন- উত্তরণের ওয়াশ প্রজেক্ট ম্যানেজার মোঃ হেদায়ত উল্লাহ মুকুল।