সমাজ মাদকমুক্ত ও সন্ত্রাস মুক্ত করতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে
কেন্দ্রীয় তরুণ লীগের সাধারণ সম্পাদক জিএম শফিউল্ল্যাহ ইসলাম বলেন এ সমাজ মাদক ও সন্ত্রাস মুক্ত করতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। মাননীয় প্রধান মন্ত্রী সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন।
আমরাও আজ এ শ্যামনগরের মাটি থেকে শুরু করে সারাদেশে সন্ত্রাসী, মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আজ তরুণরা জেগেছে সমাজ থেকে অবশ্যই মাদক, সন্ত্রাসী জঙ্গিবাদ নির্মূল হবে। সাথে সাথে সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আ;লীগের পাশে আছি থাকব।
শ্যামনগরের বংশীপুর বাজারে মাদক বিরোধী তরুণ সমাবেশ উপরোক্ত কথাগুলো বলেন প্রধান অতিথি। শনিবার বিকালে বংশীপুর বাজারে সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তরুণ লীগের সাধারণ সম্পাদক জিএম শফিউল্ল্যাহ।
শ্যামনগর উপজেলা তরুণলীগের সভাপতি জিএম আব্দুল আলিমের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, সাতক্ষীরা জেলা তরুণলীগের সভাপতি শাহানুর রহমান শাহীন, ইশ্বরীপুর ইউনিয়ন চেয়ারম্যান এড. শুকুর আলী, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক কবীর নেওয়ার রাজ, শেখ নুরুজ্জামান টুটুল, মোঃ: মেহেদী হাসান মারুফ, রবিউল ইসলাম জোয়াদ্দার, আনোয়ার হোসেন, প্রধান বক্তব্য জহিরুল ইসলাম পলাশ, আজাদুল হক আসাদ, মেজবাবুল হক, জাকির হোসেন, আব্দুল আলিম প্রমুখ।