বৈকারীতে ডিপিও লিডারদের সাথে জন প্রতিনিধিদের ষাণ্মাসিক সভা
ডিআরআরএ পিআইএইচআরএস ফেজ-২ প্রকল্পের আওতায় বৈকারী ইউনিয়নে ডিপিও লিডারদের সাথে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিদের ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ জুন) সকাল ১০টায় বৈকারী ইউনিয়ন পরিষদ হলরুমে সিবিএম এর সহায়তায় ও ডিআরআরএ সংস্থা সভাটির আয়োজন করে।
সভায় বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ. আসাদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি আরআরএ এর জেলা ম্যানেজার মোঃ. আবুল হোসেন, সদর উপজেলা কমিউনিটি মবিলাইজার মোঃ. নুরুল হুদা, কমিউনিটি ভলান্টিয়ার মোঃ. আবুল কাশেম, ডিপিও সদস্য আমিনরি রহমান, মমতাজ খাতুন প্রমুখ।
ষাণ্মাসিক সভায় কমিউনিটি ক্লিনিকের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ ও সি জি গ্রুপের যে বড় একটি ভূমিকা আছে এবং চিকিৎসা সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান বিষয়ে সরকারী পরিপত্র বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের হাসপাতালে রেফার করা, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা সহজে ও বিনামূল্যে পেতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। একইসাথে প্রতিবন্ধীরা যাতে করে সমাজের মূল ধারায় ফিরে আসতে পারে তার জন্য সরকারী বিভিন্ন অফিসের সাথে লিংকেজ বিষয়ে ও আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ডিআরআরএ’র এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং বৈকারী ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের একীভূত স্বাস্থ্য সেবার পাশাপাশি বিভিন্ন সেবা ও সকল সুযোগ সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলে জানান।