বুধহাটায় স্যানেটারী ল্যাট্রিন বিষয়ক প্রশিক্ষণ ও ল্যাট্রিন বিতরণ

আশাশুনি উপজেলার বুধহাটায় স্বাস্থ্য সম্মত স্যানিটারি ল্যাট্রিন প্রকল্পের আওতায় উপকারভোগিদের প্রশিক্ষণ ও আনুষ্ঠানিক ভাবে ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল ১০ টায় বুধহাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ক্রিসেন্ট সংস্থা সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোসাদ্দেকের সভাপতিত্বে ও ক্রিসেন্ট সাতক্ষীরার নির্বাহী পরিচালক আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ক্রিসেন্ট এর সভাপতি ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ অধ্যাপক মোজাম্মেল হোসেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও মহিলা মেম্বার রাফেজা খানম। প্রশিক্ষণ প্রদান করেন সিসিআরআইপি, এলজিইডি উপ সহকারী প্রকৌশলী আ র ম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে ইউপি সদস্য আলহাজ¦ শফিউল ইসলাম খোকন, হাফেজ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ক্রিসেন্ট সংস্থা ইউনিয়নের ১৪ জনকে স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ করে দিয়েছেন। ৬টি রিং, ১টি স্লাব, ভিত পাকা, সিমেন্ট এর পিলার/খুঁটি, টিনের বেড়া ও ছাউনি সম্বলিত কমপ্লিট সেনেটারী ল্যাট্রিন নির্মাণের পর অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এগুলো হস্তান্তর করা হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)