মুন্সীগঞ্জে বিষ মুক্ত সুন্দরবন শীর্ষক আলোচনা সভা
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তন শুক্রবার বিকাল ৪ টায় সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবন বন বিভাগের খুলনা এর আয়োজনে। সুন্দরবনের বিষ দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকার জন্যে জেলে-বাওয়ালীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা রফিক আহমেদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবে উপদেষ্টা গাজী সালাউদ্দিন বাপ্পি, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আখতারুজ্জামান কবুতর স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাংবাদিক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ফজলুল হক, ইউপি সদস্য জামিলা খাতুনসহ ভারতের বিভিন্ন কর্মকর্তা ও মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । সমগ্র অনুষ্ঠানটি সহযোগিতা করেন কদমতলার স্টেশন কর্মকর্তা নুরুল আলম। এ সময় অতিথিরা তাদের বক্তব্যে কল জাল নিয়ে সুন্দরবনে প্রবেশ করাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। যদি কোন জেলে বাউলি এই জাল নিয়ে সুন্দরবনে প্রবেশ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।