আশাশুনিতে খাসজমি ব্যবস্থাপনা কমিটির ভূমিকা ও উত্তরণের করণীয় শীর্ষক কর্মশালা
আশাশুনিতে সরকারি নীতিমালা অনুযায়ী খাস জমি বিতরণে উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির ভূমিকা ও দায়দায়িত্ব এবং উত্তরণের করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউকে-এইড এর অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলা ভূমি কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নীল কণ্ঠ সোম, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, পল্লী চেতনা সংস্থার প্রতিনিধি বাবর আলি প্রমুখ। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন, প্রকল্পের সমন্বয়কারী মনিরুজ্জামান। অনুষ্ঠানে সহকারী প্রকল্প সমন্বয়কারী বিলকিস খাতুন, উত্তরণের সেন্ট্রাল ম্যানেজার সেলিম আহমেদ, আশাশুনি কেন্দ্র ব্যবস্থাপক মেহদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।