পুলিশ নিয়োগে ঘুষ ও প্রতারণা ঠেকাতে, নড়াইল জেলা পুলিশের আয়োজনে লিফলেট বিতরণ ও মাইকিং
ট্রেনি রিক্রুট কনস্টবল পদে নড়াইল যোগ্য ও মেধাবী নারী-পুরুষকে টাকা ছাড়া পুলিশ নিয়োগ দিতে জেলায় ব্যাপক প্রচারনা করা হচ্ছে। সাথে নিয়োগে ঘুষ ও প্রতারণা ঠেকাতে সর্বত্র মাইকিং করছে জেলা পুলিশ। আয়োজনে। বুধবার (২৬,জুন) সকাল ১০টায় জেলায় লিফলেট বিতরণ ও এমন মাইকিং করতে দেখা যায়। জানা গেছে, আগামি ২৯জুন সকাল ৮টায় পুলিশ লাইন মাঠে ট্রেনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ দেয়া হবে। পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হতে ইচ্ছুকদের প্রয়োজনীয় কাগজ পত্রসহ যথাসময় উপস্থিত থাকতে বলা হয়েছে। এ নিয়োগে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেয়া হবে। যাতে কোন প্রতারকের ফাঁদে কেউ পা না বাড়ায় এবং কোন ধরনের লেনদেন না করে। এজন্য জনসচেতনতা বাড়াতে জেলার ৪টি থানায় দুইটি করে ৮টি মাইকে প্রচারনা করছে। এসব মাইকে নড়াইল জেলা পুলিশের আয়োজনে লিফলেট বিতরণ ও মাইকিং পাড়া মহল্লায় চলছে প্রচার প্রচারনা। শুধু ঘুষ বা প্রতারণা ঠেকানোই নয়। লিফলেট বিতরণ ও মাইকিং করায় অনেক যোগ্য প্রার্থী নিয়োগের খবর পেয়ে অংশ নেয়ার সুযোগ পাবেন বলেও মনে করছেন স্থানীয়রা। নড়াইল পৌর কমিশনার মাহাবুর আলম, বলেন, এক দুই একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেয়া হত। ফলে প্রচারনার অভাবে অনেক যোগ্য ও মেধাবী নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারত না। এ বছর মাইকিং করায় সমাজের প্রতিটি মানুষ জানতে পেয়েছে আগামি ২৯ জুন পুলিশে নিয়োগ পরীক্ষা রয়েছে। এ প্রচারনায় প্রতারক চক্র থেকে চাকুরী প্রত্যাশীরা সাবধান হওয়ার সুযোগ পেয়েছে। নড়াইল জেলা পুলিশের এহেন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। নড়াইলের পুলিশ সুপার (এস-পি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, প্রতারকের ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হন। কোন রুপ টাকা ছাড়াই যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেয়া হবে। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ট্রেনি রিক্রুট কনস্টবল পদে জেলায় নারী ও পুরুষকে পুলিশে নিয়োগ দিতে ব্যাপক প্রচারনায় লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। কোনরূপ লেনদেন না করতে চাকুরী প্রত্যাশী ও তাদের অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।